ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কোহলির ব্যাটে আইপিএলে রচিত হলো ইতিহাস

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮.৪১ পূর্বাহ্ণ
  • ১০০ বার পঠিত

২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই থেকে চলতি আসর পর্যন্ত খেলছেন কেবল ৪ ক্রিকেটার। তাদের একজন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। ১৮টি আসরে খেলা কোহলি এবার গড়লেন এক হাজার বাউন্ডারির (চার ও ছক্কা) রেকর্ড।যা আইপিএল ইতিহাসে প্রথম।

আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর মুত্তিয়া চিন্নাসামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট করতে নেমে হাজারতম বাউন্ডারি হাঁকান কোহলি। ম্যাচের চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের করা তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি। ২৫৭টি ম্যাচ খেলা কোহলি এখনো পর্যন্ত চার মেরেছেন ৭২১টি। আর তার ব্যাট থেকে ছক্কা এসেছে ২৭৯টি।

আইপিএলে চারের সংখ্যায় সবার ওপরে কোহলি। ছক্কার তালিকায়ও পিছিয়ে নেই প্রজন্মের সেরা এই ব্যাটার। ২৭৯ ছক্কা নিয়ে তালিকার তিন নম্বরে আছেন তিনি। কোহলির ওপরে কেবল ক্রিস গেইল (৩৫৭) ও রোহিত শর্মা (২৮২)।

আজ আরও একটি রেকর্ড গড়ার হাতছানি ছিল কোহলির সামনে। দিল্লির বিপক্ষে ২২ রান করেছেন তিনি। ফিফটি পেলেও বিশ্বে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরি পেয়ে যেতেন এই ব্যাটার। কোহলির ৯৯ ফিফটির চেয়ে বেশি আছে কেবল ডেভিও ওয়ার্নারের।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com