ঢাকা    ১৩ মে ২০২৫ ইং | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বালাসূতি নাট্যগোষ্ঠীর উদ্যোগে “গরীবের মেয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে

  • আপডেটের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ২.০০ অপরাহ্ণ
  • ৩৭৮ বার পঠিত

বাঙ্গালী চিরকালই তার ঐতিহ্য আর সংস্কৃতির ধারক ও বাহক। গ্রামের পরিশ্রমী মানুষের কর্মব্যস্ত জীবনের অভিচ্ছেদ্য বিনোদনের অংশ মঞ্চ নাটক। সংস্কৃতির চর্চার সুষ্ঠ বিনোদন যোগাতে বালাসূতি নাট্যগোষ্ঠীর উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর 2023 ইং, রবিবার রাত ৯টায় “শ্রী হীরেন্দ্র কৃষ্ণ” দাস রচিত- “জনাব মোঃ হাফিজুর রহমান মেম্বার” পরিচালিত সম্পূর্ণ ঐতিহাসিক নাটক “গরীবের মেয়ে”টাঙ্গাইলরে ধনবাড়ী উপজলো বালাসূতী গ্রাম, বালাসূতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে এতে অভনিয় করছেনে ।

নক্ষত্র রায়                       :    ইকবাল হোসেন (দুলাল)

চঞ্চল কুমার                      : মোঃ আনোয়ার হোসেন

নকুল দেব                         :  সাব্বির খান সবুজ  (মেম্বার)

ভীম সিংহ                          :  রাজু আহম্মেদ সুরুজ (মাস্টার)

রঘুপতি                               : মোঃ আহাদ আলী

চন্দন                                  :নুরুল ইসলাম (নুরু)

জগাই চাঁদ                          : মোঃ আজিজুর রহমান (মাস্টার)

লালু                                     :  ডাঃ আব্দুর রাজ্জাক

গোবিন্দ বাবাজী                  :    শ্রী কৃষ্ণ সুত্রধর

চান্দু সিং                               :   মোঃ তোজাম্মেল হক (তোজা)

লীলাবতী                              :শ্রী কৃষ্ণ রাণী

নয়ন মালা                          : নূরী

হীরা বাইজী                         :টুকটুকি

নৃত্য                                   :বিউটি ও সুইিট

 

উদ্বোধক          : জনাব মোঃ ফজলুল হক

সভাপতি, বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগ, ধনবাড়ী, টাঙ্গাইল।

প্রধান অতিথি       :জনাব আহাম্মদ আল-ফরিদ

চেয়ারম্যান, বীরতারা ইউনিয়ন পরিষদ, ধনবাড়ী, টাঙ্গাইল।

 

প্রধান উপদেষ্টা  : জনাব মোঃ শফিকুল ইসলাম (শফি)

সাবেক চেয়ারম্যান, বীরতারা ইউনিয়ন পরিষদ, ধনবাড়ী, টাঙ্গাইল।

 

সভাপতি

জনাব মোঃ মোজাম্মেল হক

সাধারণ সম্পাদক, বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগ, ধনবাড়ী, টাঙ্গাইল।

বিশেষ অতিথি

জনাব আনিছুর রহমান (জুয়েল)

চেয়ারম্যান, মহাদান ইউনিয়ন পরিষদ, সরিষাবাড়ী, জামালপুর।

জনাব আব্দুর রাজ্জাক স্বপন

চেয়ারম্যান, ডোয়াইল ইউনিয়ন পরিষদ, সরিষাবাড়ী, জামালপুর।

কৃতজ্ঞতা জনাব মোঃ রফিকুল ইসলাম (ডালিম)

জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম

সত্বাধিকারী, রূপালী ব্রিক্স, রাজারহাট, ধনবাড়ী, টাঙ্গাইল।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com