আমেরিকান তারকা ফুটবলার ট্রাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন দুনিয়ার এই সময়ের সবচেয়ে দামি গায়িকা টেইলর সুইফট—বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। ঠিক প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এবার এমন একটি ছবি ছড়িয়ে পড়ল সুইফট-ট্রাভিসের, যে ছবি দিল গুঞ্জনের সত্যতা। লাল-সাদা চেক শার্টে হাস্যোজ্জ্বল ট্রাভিস কেলস আর তাঁর গালে চুমু খাচ্ছেন লাল টি-শার্ট পরা টেইলর সুইফট।
ট্রাভিসের আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন সুইফট। এ বছরের এপ্রিলেই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। বেশিদিন ‘একা’ থাকেননি ‘ফিয়ারলেস’ গায়িকা। ছয় মাসের মাথায় প্রকাশ্যে এলো ট্রাভিসের সঙ্গে তাঁর প্রেমের খবর।
যদিও তারও আগে থেকে দুজনকে হাত ধরাধরি করে পথ চলতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের রাস্তায়।
ট্রাভিস কানসাস সিটি চিফস ক্লাবের হয়ে খেলেন। অন্যদিকে চার বছর ধরে বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকার শীর্ষে রয়েছে টেইলর সুইফটের ‘ক্রুয়েল সামার’। তাঁর কনসার্টের ভিডিও থেকে নির্মিত ছবি ‘টেইলর সুইফট—দ্য এরাস ট্যুর’ও বক্স অফিসে দাপট দেখাচ্ছে।
এরই মধ্যে বক্স অফিস কালেকশন ছাড়িয়েছে সাড়ে ৪১ মিলিয়ন ডলার।