ঢাকা    ২৯ এপ্রিল ২০২৫ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আর মাত্র ১১টি স্প্যান বসলেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২০, ৪.১৯ অপরাহ্ণ
  • ২১৪ বার পঠিত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে আর মাত্র ১১টি স্প‌্যান বসানো বাকি আছে। শনিবার সকালে ৩০তম স্প‌্যান বসেছে। এর মাধ‌্যমে সেতুর কাজ সাড়ে ৪ কিলোমিটার দৃশ‌্যমান হলো। আগামী ২০ জুনের মধ‌্যে ৩১তম স্প‌্যান স্থাপনের লক্ষ‌্যে প্রকল্প কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

শনিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ ও সংকটের মাঝে আপনাদের একটা আনন্দের সংবাদ দিতে চাই। আপনারা জানেন নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে।

kader

তিনি বলেন, আজ সকালে ৩০তম স্প‌্যান স্থাপন সম্পন্ন হয়েছে। এর ফলে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ‌্যমান হলো। আর মাত্র ১১টি স্প‌্যান স্থাপনের কাজ বাকি। আগামী ২০ জুনের মধ‌্যে ৩১তম স্প‌্যান স্থাপনের লক্ষ‌্যে প্রকল্প কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ৩০ এপ্রিল পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৮৭ শতাংশ, নদী শাসন ৭১ শতাংশ, সার্বিক অগ্রগতি ৭৯ শতাংশ।

এইউএ/এমএসএইচ/জেআইএম

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com