ঢাকা    ০২ মে ২০২৫ ইং | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, স্বেচ্ছাসেবী খুঁজছে ব্রিটেন

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৪.৫৭ অপরাহ্ণ
  • ১৯৯ বার পঠিত

ব্রিটেনে প্রথমবারের মতো করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্রথম দফায় ৫১০ জনের ওপর এই পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এজন্য স্বেচ্ছাসেবী খুঁজছে ব্রিটেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ইউনিভার্সিটি হসপিটাল সাউথাম্পটন লোকজনকে এই গবেষণা কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি কোভিড-১৯য়ের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের তৈরি ভ্যাকসিন চূড়ান্তভাবে মানবদেহে প্রয়োগের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন। এ জন্য ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।

করোনার ভ্যাকসিন আবিষ্কারে এই মুহূর্তে বিশ্বের ৮০টিরও বেশি গবেষক দল কাজ করছেন। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালও চালিয়েছে। গত মাসে প্রথমবারের মতো মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিজ্ঞানীরা।

 

ভ্যাকসিনের কার্যকারিতা এবং নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রাণীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর নিয়ম থাকলেও তা করা হয়নি; সরাসরি মানবদেহে প্রয়োগ করা হয়।

অপরদিকে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ আলাদাভাবে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবী খুঁজছে। তারাও কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রয়োগ শুরু করবে।

এক্ষেত্রে ১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কোনে সুস্থ ব্যক্তি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, ইউনিভার্সিটি হসপিটাল সাউথাম্পটন এবং ব্রিসটল চিলড্রেনস ভ্যাকসিন সেন্টারে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অংশ নিতে পারবেন।

এসব সেন্টারে যেসব স্বেচ্ছাসেবী পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগে অংশ নেবেন তাদের ১৯০ থেকে ৬২৫ পাউন্ড দেওয়া হবে।
বুধবার এক বিবৃতিতে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিনের কাজ এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।

তিনি আরও জানিয়েছেন, ভ্যাকসিন তৈরির এই প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ব্রিটিশ সরকার বিজ্ঞানীদেরকে অতিরিক্ত ২০ মিলিয়ন পাউন্ড দেবে। এছাড়া লন্ডন ইম্পেরিয়াল কলেজের একটি প্রজেক্টের জন্য আরও ২২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অক্সফোর্ডের ভ্যাকসিনটি ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১ হাজার ১১২ জনের মধ্যে প্রয়োগ করা হবে। প্রথম দফায় ৫১০ জনের মধ্যে এই পরীক্ষামূলক ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে।

এদিকে, ইম্পেরিয়াল মেডিসিন এক টুইট বার্তায় জানিয়েছে, দ্য ইম্পেরিয়াল কলেজ এনএইচএস ট্রাস্ট কোভিড ১৯ এর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের জন্য বেশ কয়েকজন সুস্থ স্বেচ্ছাসেবী খুঁজছে। এই পরীক্ষামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের অংশ গ্রহণ এবং তাদের যে সময় ব্যয় হবে সেজন্য ১৯০ থেকে ৬২৫ পাউন্ড দেওয়া হবে তাদের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে ১৭ হাজার ৩৩৯ জন।

ডাউনিং স্ট্রিট থেকে এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে করোনাভাইরাসকে প্রতিহত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভ্যাকসিন। যদিও এটা একটি নতুন রোগ। তবে ভ্যাকসিনের কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী।

টিটিএন/পিআর

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com