ঢাকা    ১৬ অগাস্ট ২০২৫ ইং | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

ধনবাড়ীতে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০, ১০.৫২ পূর্বাহ্ণ
  • ২৩৮ বার পঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে আবহমান গ্রামীণ সংস্কৃতির ঐতিহাসিক বিশাল গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার দরিচন্দবাড়ী উত্তরপাড়া গ্রামে এ গরু দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। ধনবাড়ী উপজেলার দরিচন্দবাড়ী লায়সন ক্লাবের উদ্দ্যোগে এ গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গরু দৌড় প্রতিযোগিতায় বক্তব্য রাখেন, ধনবড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মো. হাবিবুর রহমান, পাইস্কা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খন্দকার মারুফ হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আ. হাই, শামছুল হক, তোফাজ্জল হোসেন প্রমূখ।

বক্তরা বলেন, গরু দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। একে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্যকিছুতে পাওয়া যাবে না। এ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। শেষে গরু দৌড় প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কর বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ, বিশাল ময়দানের চারপাশে অবস্থান করা অসংখ্য নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা এ গরু দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। আয়োজকরা জানান, এলাকার জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্যে। টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক গরু সওয়ারী গরু নিয়ে অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com