ঢাকা    ০২ মে ২০২৫ ইং | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ধনবাড়ীতে বিনিময় বাস খাদে, আহত ৩৫

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ৫.৩৪ অপরাহ্ণ
  • ১৮৬ বার পঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গালের ধনবাড়ী উপজেলায় বিনিময় পরিবহরে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার ১২-১১-২০১৯ ইং সকাল ৯.৪৫ মিনিটের দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহন (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) ধনবাড়ীর সমতকুড় নামকস্থানে পৌছলে বাসটি খাদে পড়ে যায়। তাৎক্ষণিক আহতের নাম ঠিকানা জানা যায়নি। তারা মধুপুর, টাঙ্গাইল ও ঢাকার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার থেকে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) বাসটি ধনবাড়ী সমতকুড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com