ঢাকা    ২৬ এপ্রিল ২০২৫ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাহসী মুজিব সেনার কিছু অজানা কথা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৬.১৯ অপরাহ্ণ
  • ৫৯২ বার পঠিত

একজন সাহসী মুজিব সেনার কিছু অজানা কথা সবার জন্য……..
মোঃ শফিকুল ইসলাম( শফি) কেন মুজিব আদর্শ বুকে ধারন করে নিজেকে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে ছিলেন আমি তার আদি বৃত্ত আপনাদের সামনে ব্যক্ত করছি।
তার আগে একজন শফির ভিত্তিকে জেনে নেওয়া উত্তম”””””


টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা,বীরতারা ইউনিয়ন,বাজিতপুর গ্রামে ঐতিহ্যবাহী মন্ডল বংশে জন্ম গ্রহন করেন মোঃ শফিকুল ইসলাম (শফি) ভাই।ছোট থেকেই পড়ুয়া মেধা ছিল পুরোদুস্তর
আলোকিত।কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি,জামালপুর আশেক মাহমুদ সরকারী কলেজ থেকে এইচ এস সি পাশ করে পাড়ি জমান বাংলাদেশের সর্বোচ শিক্ষার মহাসাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে।ততকালিন তাহার ডিপার্টমান্ডে ২০০০০ ছাত্রের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।তার মধ্যে দ্বিতীয় স্হান অর্জন করে মো শফিকুল ইসলাম( শফি) ভাই এতে প্রতীয়মান হয় যে তাহার জ্ঞানের ভান্ডার কত গভীর।আর হবেই না কেন মোঃ শফিকুল ইসলাম(শফি) ভাইয়ের নিজ বংশ এবং রক্তের সম্পর্কীয় লোক জন বাংলাদেশের এমন কোন রাষ্ট্রীয় দপ্তর নেই যে চাকুরীতে নিয়োজিত নাই।কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মগ্ন হয়ে শুরু করেন বাংলাদেশ ছাত্রলীগের পতাকা বিস্তারের রাজনীতি।এখানে উল্লেখ্য যে— ফেরাউন, মীরজাফর, নমরুদের শিখড়,মূলে পরিনত হয়ে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করেছিল।সেই বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠা বাংলাদেশ ছাত্রলীগের পতাকা বহনের দায়ে মোঃ শফিকুল ইসলাম (শফি) সহ ৫০০ শত ছাত্রলীগ নেতা কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চির দিনের জন্য শোকজ করে দেয় পাকিস্হানের আত্মায় পরিচালিত ততকালিন কুলাঙ্গার সরকার।কিন্তু মুজিব রাজনীতির রক্ত যাকে পাগল করেছে তাকে দমন করে রাখে, এমন সাধ্য কার আছে,
সব হারিয়ে ফিরে আসেন মায়ের আচল খ্যাত নিরাপদ আশ্রয় ধনবাড়ী,বীরতারাতে। আমার জানা মতে ৯০ দশকে মধুপুর,ধনবাড়ীতে বি এন পির তুলনায় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ছিল সংখ্যালঘু।সেই সংখ্যালঘু ছাত্রলীগের দায়িত্ব কাধেঁ তুলে নিয়েছিলেন মোঃ শফিকুল ইসলাম শফি ভাই।
সর্বো উত্তম কথা হলো @ তখনকার সংখ্যালঘু ছাত্রলীগের উপর সম্পুর্ন নির্ভর করতে হতো আজকের ধনবাড়ীর সুপ্রতিষ্ঠিত আওয়ামীলীগকে।
ধনবাড়ী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব কাঁধে নিয়ে কিছু বিশ্বস্ত মুজিব সৈনিকদের মাধ্যমে ধনবাড়ীর মাটিতে মুজিব আদর্শ,বাংলার মাটিতে আজকের প্রধানমন্রী শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে প্রানান্তর চেষ্টা চালিয়ে গেছেন মোঃশফিকুল ইসলাম (শফি) ভাই।এর জন্য তাকে চড়া মূল্যও দিতে হয়েছে, তখন ক্ষমতায় ছিল বি এন পি,এই ছাত্রনেতা,সাহসী, কাদেরীয়া,মুজিব পাগল,শেখ হাসিনার সৈনিক,ডঃআব্দুর রাজ্জাকের স্নেহধন্য শফিকে নিষ্কিয় করার জন্য ৪৮ টি শুধু রাজনীতিক মামলা দেওয়া হয়েছিল,যা ধনবাড়ীর আজ পযর্ন্ত কোন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে হয়নি।তার পরেও মুজিব আদর্শ থেকে বিচ্যুত হয়নি।অনেকেই ১০০% থেকে ০.১% স্বার্থের ব্যাঘাত হলেই দল বদল পযর্ন্ত করেছে। এখনও দলের জন্য কোন কাজ না করেও মুরগী ব্যাপারীর ধনবাড়ীতে বাড়ী গাড়ীর মালিক। আর শফি ভাইয়ের মতো লোক ধনবাড়ীতে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। কিন্তু তার পরেও মোঃ শফিকুল ইসলাম ( শফি) ভাইয়ের আস্হা শেখ মুজিব,দেশরত্ন শেখ হাসিনা, ডঃ আব্দুর রাজ্জাক,ধনবাড়ী,বীরতারার সাধারন মানুষের উপর।বীরতারার সাধারন মানুষ ও ভালোবাসেন পাগলের মতো তাই তো মোঃ শফিকুল ইসলাম শফি ভাইকে বর্তমান সহ দুই বার চেয়াম্যান নির্বাচিত করেছে।বিভিন্ন লোক বিভিন্ন ভাবে তাদের নিজস্ব স্বার্থকে ঘুছিয়ের নেওয়ার জন্য মোঃ শফি ভাই এবং ধনবাড়ী আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দূরত্ব তৈরী করে রেখে ছিল।কিন্তু ধনবাড়ী,মধুপুরের মাটি ও মানুষের নেতা,বর্তমান বাংলাদেশ সরকারের কৃষি মন্রী,বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রান প্রিয় নেতা ডঃ আব্দুর রাজ্জাক এম পি মহোদয় এবং ধনবাড়ী সিনিয়র নেতারা , আওয়ামী লীগের দূঃসময়ের এক ত্যাগী নেতা মোঃ শফিকুল ইসলাম শফি ভাইয়ের সাথে এক ধনবাড়ী আওয়ামী পরিবার হয়ে সামনের আওয়ামীলীগের সকল কাউন্সিল সুষ্ঠ,বলিষ্ট করার প্রত্যয়কে সাধারন মানুষ একটি রাজনীতিক বিপ্লব হিসেবে বিবেচনা করছেন।শুভ কামনা সকলের প্রতি।শুভ কামনা মোঃশফিকুল ইসলাম (শফি) ভাইয়ের প্রতি।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com