ঢাকা    ২৮ এপ্রিল ২০২৫ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

র‍্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড, সপ্তম স্থানে বাংলাদেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ৭.১৯ অপরাহ্ণ
  • ৩৯৬ বার পঠিত

সদ্য বিশ্বকাপ শেষে অংশগ্রহণকারী দল গুলোর র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। নতুন এই র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের সিংহাসন ছেড়ে দিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত। ১২২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা।

ইংল্যান্ডের রেটিং পয়েন্ট বাড়লেও এক করে কমেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। কিউইদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৩ ও অস্ট্রেলিয়ার ১১২। তবে পয়েন্ট কমলেও র‌্যাংকিংয়ে অবস্থানের হেরফের ঘটেনি দুই দলের। তিনে নিউজিল্যান্ড এবং চারে রয়েছে অস্ট্রেলিয়া।

আইসিসি প্রকাশিত সবশেষ ওডিআই র‌্যাংকিংয়ের পাঁচ এবং ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। হতাশার একটি বিশ্বকাপ শেষে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট এখন ১১০। আর সরফরাজ আহমেদের পাকিস্তানের ৯৭।

৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান বাংলাদেশের। বিশ্বকাপ চলাকালে একবার আটে নেমে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর আবারও সাতে উঠে আসে টাইগাররা।

বাংলাদেশের পর আট, নয় ও ১০ নম্বরে আছে যথাক্রমে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। বিশ্বকাপে ভরাডুবির পর লংকানদের রেটিং পয়েন্ট ৭৯ এবং ক্যারিবিয়ানদের ৭৭। আসরে একটি ম্যাচেও জয়ের মুখ না দেখা আফগানিস্তানের পয়েন্ট মাত্র ৫৯।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com