জোয়ানা পার্কের বয়স ২০ বছর। জন্মসূত্রে তিনি বাংলাদেশি।
যখন জোয়ানার বয়স ১০ বছর, তখন তাকে এক কোরিয়ান দম্পতি দত্তক নেন এবং কোরিয়ায় নিয়ে যান। ওই কোরিয়ান দম্পতির গর্ভধারণে সমস্যা হচ্ছিল।
কিন্তু জোয়ানাকে দত্তক নেয়ার পর তাদের ঘরে যমজ সন্তান জন্ম নেয়।
কোরিয়ান সমাজে কীভাবে জোয়ানা তার কোরিয়ান বাবা-মা, যমজ বোনদের নিয়ে বাস করছেন?
জোয়ানার পরিবারের সাথে কথা বলেছেন বিবিসির কোরিয়ান সংবাদদাতা জাংমিন চয়।
এখনও জন্মদাতা বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ আছে জোয়ানার।
২০০৮ সালে জোয়ানা কোরিয়ায় গিয়েছিলেন এবং এরপর ২০১৬ সালে তার জন্মদাতাদের সঙ্গে দেখা করতে যান।
তার জন্মদাতা বাবা-মা তাকে দত্তক দিয়েছিলেন কারণ তারা চাইতেন জোয়ানা সুন্দর জীবন পাক, তার স্বপ্ন পূরণ করুক।
জোয়ানা এখন কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক