এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি বিতরণ অনুষ্ঠানে ভারতীয় দলের আচরণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এসেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এবার পাচ্ছেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা— ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’।
এই সম্মাননা প্রদান করছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল বলেন, “জাতীয় গৌরব ও আত্মসম্মান রক্ষায় নকভি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর দৃঢ় অবস্থানই তাঁকে এই পুরস্কারের যোগ্য করে তুলেছে।”
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল ম্যাচজয়ী হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি মুহূর্তেই আন্তর্জাতিক ও রাজনৈতিক আলোচনায় রূপ নেয়। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো ঘটনাটিকে “রাজনৈতিক প্রতীকী বার্তা” হিসেবে ব্যাখ্যা করে।
বিতর্কের পর প্রতিক্রিয়ায় নকভি বলেন, “আমি কোনো ভুল করিনি। তারা (ভারতীয় দল) চাইলে ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দপ্তর থেকেই নিতে পারে।”
এরপর থেকে পাকিস্তানজুড়ে নকভিকে নিয়ে জাতীয়তাবাদী উচ্ছ্বাস দেখা দেয়। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই তাঁর অবস্থানকে প্রশংসা করছে। অনেকেই একে “দেশের মর্যাদা রক্ষার এক প্রতীকী সাহসী পদক্ষেপ” হিসেবে অভিহিত করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক