ধনবাড়ী : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে টাঙ্গাইলের
ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপডজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ
সংগঠন অংশ গ্রহণ করে।
উপজেলা আওয়ামী লীগীর দলীয় কার্যালয় থেকে এ বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক
প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক
তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম তালুকদার, যুব লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার
রিপন, মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক