ঢাকা    ২৬ এপ্রিল ২০২৫ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২৬ অপরাহ্ণ
  • ১৬১ বার পঠিত

তিনি বলেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ থেকে ৬৫ টাকা। আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। আর প্রতি কেজি খোলা চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা এবং প্যাকেটজাত করা হয়েছে ১৩৫ টাকা।

প্রতি পিস ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে একই সঙ্গে পণ্য আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। প্রাথমিকভাবে অল্প পরিমাণ আনা হবে। এরপরও দাম নিয়ন্ত্রণে না আনলে পরবর্তীতে আরও পরিমাণে আমদানি করা হবে।

টিপু মুনশি জানান, এক থেকে দুই দিনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নতুন দাম কার্যকর হবে। বিকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হবে।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ, ডিম অন্যতম। এখন ন্যায্যমূল্য বাস্তবায়ন করব। এটা আমাদের সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com