ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, ২০৩৫ যুক্তরাজ্যে

  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭.৪৪ পূর্বাহ্ণ
  • ৯৯ বার পঠিত

২০২৬ পুরুষ ফুটবল বিশ্বকাপে মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। আর ৫ বছর পরেই আরেকটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। যেখানে ২০৩১ ফিফা নারী বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। নারীদের পরের আসর ২০৩৫ সালে হবে যুক্তরাজ্যে।

গতকাল বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন। যদিও আগামী বছর ফিফা কংগ্রেসে অনুমোদনের ব্যাপার আছে দুই স্বাগতিকের। তবে সেটা এখন কেবলই আনুষ্ঠানিকতা।

ইনফান্তিনো সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে জানান, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড যুক্তরাজ্যের।

যুক্তরাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড নিয়ে গঠিত। খেলা হবে এই চার দেশেই। ২০৩১ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে।

এদিকে প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগে ১৯৯৯ ও ২০০৩ আসর তারা আয়োজন করেছিল পরপর। টুর্নামেন্টে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাদের।

তবে যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। ছেলেমেয়ে মিলিয়ে সেখানে বিশ্বকাপ হবে ৬৯ বছর পর। সবশেষ ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

এছাড়া নারী বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক ব্রাজিল। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩২ দলের আসরে ম্যাচ হবে ৬৪টি।

কিন্তু ২০৩১ আসর থেকেই ৩২ দল থেকে বেড়ে বিশ্বকাপ হবে ৪৮ দলের।

নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে সিডনিতে প্রায় ৭৬ হাজার দর্শকের সামনে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্প্যানিশরা।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com