ঢাকা    ২৬ এপ্রিল ২০২৫ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়ে ৪৫তম বাংলাদেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ৭.৩৯ অপরাহ্ণ
  • ২৯৫ বার পঠিত
Bangladesh military

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৪৫তম। গেল বছরে বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম।

গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান এ তথ্য জানায়। এই র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া ও তৃতীয় চীন।

এছাড়া প্রতিবেদনে বিশ্বের সামরিক শক্তিশালী দেশের মধ্যে  চতুর্থ ভারত ও পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। আর ১৩৭তম দেশের তালিকায় রয়েছে ভুটান। পাকিস্তানের অবস্থান ১৫তম। আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৩৭তম।

৫৫টি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেয়া হয়েছে। বাংলাদেশ ০.৭১৫৬ শক্তিসূচক নিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে। ০.০৬১৫ শক্তিসূচক নিয়ে প্রথম যুক্তরাষ্ট্র। ০.০৬৩৯ শক্তিসূচক নিয়ে দ্বিতীয় রাশিয়া। আর তৃতীয় চীনের শক্তিসূচক ০.০৬৭৩। ভারত ০.১০৬৫ শক্তিসূচক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

রিপোর্টে দেয়া তথ্যমতে, বাংলাদেশের সামরিক বাহিনীর মোট সদস্য ১,৬০,০০০।

রিপোর্টে বলা হয়েছে, বিমান বাহিনীতে এবছরের হিসাবে ১৭৫টি এয়ারক্রাফট রয়েছে। গ্লোবাল র‌্যাংক দাঁড়িয়েছে ১৩৭টি দেশের মধ্যে ৫৩তম। এছাড়া ৪৫টি ফাইটার এয়ারক্রাফট, ৪৫টি অ্যাটাক এয়ারক্রাফট, ৫৭টি ট্রান্সপন্ডার রয়েছে। হেলিকপ্টার রয়েছে ৫৯টি।

সেনাবাহিনীর কাছে রয়েছে ৩৪০টি কমব্যাট ট্যাংক। ৫২১টি সাঁজোয়া যান, ১৮টি সেলফ-প্রপেলড আর্টিলারি, ৩৪০টি টোড আর্টিলারি, ৩৬টি রকেট প্রজেক্টর।

নৌবাহিনীর কাছে মোট নৌ সরঞ্জাম ৮৯টি। যার মধ্যে ৬টি ফ্রিগেট, ৬টি করবেট ও ২টি সাবমেরিন রয়েছে। প্যাট্রোল ভেসেল রয়েছে ২৬টি আর মাইন ওয়ারফেয়ার ৪টি।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com