ঢাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হলে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৃষ্টি হয়। তীব্র গরমের পর মঙ্গলবার রাজধানীতে বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভোর পাঁচটার পর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। সকাল সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পানি জমে গেছে। কোথাও কোমর-গভীর জল।
সকালে অনেকেই কাজ, স্কুলসহ অন্যান্য প্রয়োজনে রাস্তায় বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন। ঢাকার বিভিন্ন স্থানে সিএনজিচালিত বেশ কিছু অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও রিকশার সিট পর্যন্ত পানি উঠতে দেখা গেছে।
এছাড়া মিরপুর, কালশী, আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরুদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়ার সড়কে পানি জমে আছে।
মিরপুর-১০ থেকে শ্যাওড়াপাড়া পর্যন্ত সড়কজুড়ে পানি। একপর্যায়ে রিকশার সিটও পানিতে তলিয়ে যায়। বাড়ি ফিরতে বাধ্য হন। সড়কে পানিতে বিভিন্ন যানবাহন আটকে থাকতে দেখা যায়। ইঞ্জিনে পানি উঠে যাওয়ায় সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে না। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের প্রধান সড়কের একাংশ পানিতে তলিয়ে গেছে। ফলে রাস্তার একপাশে গাড়ি চলাচল করতে দেখা গেছে। যানজট লেগেই আছে।
আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার দুপুরে ঢাকায় প্রবল বৃষ্টি হয়। রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি।
কয়েকদিন ধরে রাজধানীতে মেঘলা আকাশ, প্রচণ্ড গরম ও হালকা বৃষ্টি চলছে।
গত আগস্টের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। উজান থেকে ভারি বর্ষণ ও ভূমিধসের কারণে ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি অর্ধ মিলিয়নেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে।
আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক