ঢাকা    ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং | ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মেসি কথা বলে কম, তাকে সামলানো কঠিন : সাবেক বার্সা কোচ

  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৫.০৭ অপরাহ্ণ
  • ১৭৯ বার পঠিত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাত্র ছয় মাস দায়িত্ব পালন করতে পেরেছেন সাবেক কোচ কিকে সেতিয়েন। শিরোপাশূন্য মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলের বড় ব্যবধানে হারের দায় দিয়ে, দায়িত্বগ্রহণের মাত্র ছয় মাসের মাথায় বরখাস্ত হয়েছে সেতিয়েনকে।

তবে এই ছয় মাসের যাত্রায়ই তিনি বুঝে নিয়েছেন ক্লাবের ভেতর-বাইরের অনেক কিছু। স্বীকার করে নিয়েছেন, বার্সেলোনায় অনেক কিছুই ভিন্নভাবে করতে পারতেন তিনি। সেতিয়েনের মতে, বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে সামলানো কঠিন কাজ। বিশেষ করে বিশ্ব জোড়া খ্যাতি থাকায়, তার (মেসি) সমালোচনাও করা যায় না অনেক সময়।

চলতি বছরের জানুয়ারিতে আর্নেস্ত ভালভার্দেকে বহিষ্কার করার পর কিকে সেতিয়েনকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু আগস্টেই আবার বিদায় জানিয়ে দেয়া হয় তাকে। বায়ার্নের বিপক্ষে নজিরবিহীন ভরাডুবির বড় দায় দেয়া হয় তাকে। তবু সেসময় বার্সেলোনার বিরুদ্ধে কোনো কথা বলেননি সেতিয়েন।

প্রায় দুই মাস পর স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের সঙ্গে এল পাইসের জন্য দেয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন সাবেক বার্সা কোচ। যার বেশিরভাগ জুড়েই ছিল লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কের কথা। সেতিয়েনের মতে, মেসি সবসময়ই কথা কম বলে। তাকে সামলানো অনেক বেশি কঠিন।

মেসিকে বিশ্বসেরা মেনে নিয়ে সেতিয়েন বলেন, ‘আমি মনে করি, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলে অনেক কিংবদন্তি খেলোয়াড় এসেছেন। কিন্তু এই ছেলের মতো টানা এত বছর ধরে কেউই নিজের ফর্ম ধরে রেখে খেলতে পারেনি। যেটা মেসি প্রতিনিয়ত করে দেখাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘মেসিকে বদলানোর আমি কে? তারা (বার্সেলোনা) যখন তাকে এভাবেই বছরের পর বছর ধরে মেনে নিয়েছে, সেখানে আমি কেন তাকে বদলানোর চেষ্টা করব? খেলোয়াড়দের এসব দিক সামলানো কঠিন। এটা আসলে যেকোনো ক্রীড়াবিদের সহজাত বিষয়। মেসি অনেক কম কথা বলে, তবে সে যা চায় তা ঠিকই আপনাকে দেখাবে। তাকে সামলানোও কঠিন।’

বিদায়ের আগে ব্যর্থতার দাগ লাগলেও, সেতিয়েন মনে করেন, ব্যক্তি খেলোয়াড়ের চাইতে দলের স্বার্থ বিবেচনায় তিনি সবসময় সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন। তার ভাষ্য, ‘দায়িত্ব ছাড়ার পর আমি বুঝতে পারছি, কিছু বিষয় হয়তো অন্যভাবে করতে পারতাম। কিন্তু এটাও বুঝতে হবে, ব্যক্তির চেয়ে ক্লাবটাই বড়।’

‘ক্লাবের স্বার্থ প্রেসিডেন্ট, খেলোয়াড় এবং কোচদের চেয়ে অনেক ওপরে। পুরো বিষয়টা ক্লাব এবং ফ্যানদের ওপর। তাদেরকে আপনার সর্বোচ্চ সম্মান দিতে হবে। দলের একজন সদস্য হিসেবে আপনার সেটাই করতে হবে, যা করলে ক্লাবের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।’

এসএএস/পিআর

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com