চিত্রনায়ক অনন্ত জলিলের ৫৭ লাখ চুরির মামলার প্রধান আসামি শহীদ বিশ্বাসকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদের সঙ্গে তার স্ত্রী আরজু বেগম (২৬) ও সহযোগী জুয়েলকেও (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ভোলা জেলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
সাভার ডিবির পরিদর্শক আবুল বাশার বলেন, শহীদের বাড়ির মেঝের নিচে মাটি খুড়ে ২০ লাখ টাকা এবং তার স্ত্রী আরজুর কাছ থেকে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার ঢাকার আদালতে ওই তিন আসামি টাকা চুরি করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
জানা যায়, অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গাড়িচালক শহীদের বিরুদ্ধে গত ৭ এপ্রিল ৫৭ লাখ টাকা চুরির মামলা হয় সাভার থানায়। তারপর থেকে পুলিশ শহীদকে খুঁজছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, এজে আই গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়ি চালক শহীদ বিশ্বাস রাজধানীর আদাবর এলাকায় কারখানার এক পরিচালকের বাসা থেকে ৫৭ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে সাভার আসছিলেন। পথে কৌশলে প্রাইভেটকার ও চাবি রেখেই ৫৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান শহীদ।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক