ঢাকা    ২৬ এপ্রিল ২০২৫ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেশি বয়সে বিয়ের প্রবণতা বাড়ছে নারীদের, পুরুষের কমছে: জরিপ

  • আপডেটের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৮.১০ পূর্বাহ্ণ
  • ৮৮ বার পঠিত

সাম্প্রতিক সময়ে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কম বয়সে বিয়ের প্রবণতা বাড়ছে পুরুষের। তবে, কমছে নারীর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ (এমএসভিএসবি) শীর্ষক এক জরিপে এ তথ্য দেখা গেছে।

বিবিএসের তথ্য অনুসারে, সম্প্রতি বিশেষ করে পুরুষের ক্ষেত্রে প্রথম বিয়ের গড় বয়স কিছুটা নিম্নমুখী। পুরুষের বিয়ের বয়স ২০১৭ সালে ছিল ২৫ দশমিক ১ বছর, যা ২০২১ সালে কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ বছরে। পক্ষান্তরে, নারীর বিয়ের গড় বয়স ২০১৭ সালে ছিল ১৮ দশমিক ৪ বছর, যা ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ বছরে।

জরিপে দেখা গেছে, ২০২১ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা ২০২০ সালের তুলনায় বেড়েছে। ২০২১ সালে এ হার বেড়ে ৬৫ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা ২০২০ সালে ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ।

জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ২০২১ সালে ১৫ বছর বয়সের আগে বাল্যবিয়ের অনুপাত ‘এসভিআরএস ২০২০’-এর তুলনায় কিছুটা কমেছে। ২০২০ সালে এ অনুপাত ছিল ৪ দশমিক ৯ শতাংশ, যা ২০২১ সালে ৪ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে।

জরিপে দেখা গেছে, পুরুষের ক্ষেত্রে প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ৩ বছর। নারীর ক্ষেত্রে এ বয়স ১৮ দশমিক ৭ বছর। এর ফলে স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ বছর।

শহরাঞ্চলে পুরুষ ও নারী উভয়ে পল্লী অঞ্চলের তুলনায় বেশি বয়সে বিয়ে করেন। শহরাঞ্চলে পুরুষের বিয়ের গড় বয়স ২৫ দশমিক ১ বছর এবং নারীর প্রথম বিয়ের গড় বয়স ২০ দশমিক শূন্য বছর। এর বিপরীতে পল্লী অঞ্চলে পুরুষের প্রথম বিয়ের গড় বয়স ২৩ দশমিক ৮ বছর এবং মেয়েদের ১৮ দশমিক এক বছর। শহরাঞ্চলে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ৫ দশমিক এক বছর এবং পল্লী অঞ্চলে এ ব্যবধান ৫ দশমিক ৭ বছর।

প্রথম বিয়ের বয়সের মধ্যমা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বয়সের গড় ও মধ্যমার চিত্র একই। এখানেও দেখা যায়, পুরুষের প্রথম বিয়ের বয়সের মধ্যমার মান ২৪ এবং নারীর ক্ষেত্রে তা ১৮ বছর। ২০২০ সালের তুলনায় এ স্তরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ২০১৭-১৮ সময়ের বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) উপাত্তে দেখা যায়, ২০ থেকে ৪৯ বছর বয়সীদের প্রথম বিয়ের বয়সের মধ্যমার মান ১৬ দশমিক ৩ বছর এবং ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের ক্ষেত্রে এ মান ১৬ বছর।

প্রকল্পের পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, যারা এখনো বিয়ে করেননি ও বিয়ে করেছেন (বর্তমানে বিবাহিত, বিধবা ও তালাকপ্রাপ্ত) এবং যারা ২০২১ সালে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন, তাদের লিঙ্গভিত্তিক গড় এবং মধ্যমা বয়স রিপোর্টে উপস্থাপন করা হয়েছে। জরিপের সময় স্পষ্টতই যারা অবিবাহিত ছিলেন (কখনো বিয়ে করেননি) বলে জানিয়েছেন, তাদের বয়সের ওপর ভিত্তি করেই বিয়ের বয়স অনুমান করা হয়েছে। এ বয়সটিই প্রথম বিয়ের গড় বয়স হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com