ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাবর আজমের সরল স্বীকারোক্তি, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯.৪২ পূর্বাহ্ণ
  • ৩৭৫ বার পঠিত

ব্যাটিংয়ে তিনশর কাছাকাছি সংগ্রহ করলেও বল হাতে সেই রান থামাতে পারেনি পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিংয়ে ছয় বল ও আট উইকেটে পাকিস্তানের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। এদিনও বল হাতে ব্যর্থ শাহীন আফ্রিদি-হারিস রউফরা।

হারের পর ক্যাপ্টেন বাবর আজমের সরল স্বীকারোক্তি, ‘এই হার আমাদের কষ্ট দিয়েছে।

আমরা ভালো ব্যাটিং করেছি। কিন্তু বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। কারণ মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। বিশ্বকাপে কোনো ক্যাটাগরিতে ভালো না করলে ম্যাচ হারতে হবে।

আমাদের একটা উইকেট দরকার ছিল কিন্তু নিতে পারিনি।
এই প্রথম আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান। এর আগে সাতবার জিতেছিল সাতবার। চেন্নাইয়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে তার জন্য প্রশংসার দাবিদার।

ম্যাচে কখনোই দাপট দেখাতে পারেনি পাকিস্তানি বোলাররা। বাবর আজম বলেন, ‘আফগানিস্তান তিনটি বিভাগেই ভালো খেলেছে, সে কারণেই তারা ম্যাচ জিতেছে। আমরা ভালো ক্রিকেট খেলিনি। বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে। পরের ম্যাচে আমরা আরও ভালো করার চেষ্টা করব।


প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে পাকিস্তান। বিশেষ করে গতকাল আফগানিস্তানের কাছে হার ৯২-এর চ্যাম্পিয়নদের বড় ধাক্কা দিয়েছে। এই হারের মধ্য দিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন করে ফেলেছে বাবর আজমার।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com