জিইয়ে থাকা ক্ষীণ সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে সরফরাজদের। শর্ত হচ্ছে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে তুলতে হবে অন্তত ৩৫০ রান। শুধু তাই নয়, টাইগারদের হারাতে হবে অকল্পনীয় ব্যবধানে, কমপক্ষে ৩১১ রানে।
এদিকে, এমন জটিল সমীকরণেও আশাহত নয় পাকিস্তান। এ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে রসিকতা। যে যার মতো করে মজা করছেন। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নিয়ে রসিকতা করেই বসলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তবে বাংলাদেশ দলের উপর যদি বজ্রপাত হয়, অথবা তারা ১০ রানে অলআউট হয় তবেই আমাদের সুযোগ থাকবে।’
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আপনি যদি কোনো খারাপ দলের বিপক্ষেও খেলেন, তবুও এমন পরিস্থিতি পার করা সম্ভব না। আমার কাছে ৩১৬ রানের জয় খুবই কঠিন।’
বার্তাবাজার/এএস