টুর্নামেন্টে ব্যাট হাতে ভিন্ন মাত্রার আগ্রাসন দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের তিনটিতেই বিধ্বংসী ব্যাটিংয়ে জিতেছে তারা। দলটি তাদের পঞ্চম ম্যাচে টস জিতে সেমিফাইনালে যাওয়ার পথ সহজ করতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নামে।
শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলে দেয় সাকিব আল হাসানের দল। পাওয়ারপ্লেতে তারা দুই ব্যাটারকে গাইড করে। তবে, দুই অপরাজিত ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম সময়ের সাথে সাথে থিতু হতে শুরু করেন। ডি ককের ফিফটিতে চাপ কাটিয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান করে তারা।
টস জিতে ব্যাট করতে নামেন দুই ওপেনার ডি কক ও রিজা হেন্ডরিক্স। তবে তাদের থিতু হতে দিচ্ছেন না পেসার শরিফুল ইসলাম। বোল্ড হয়ে ফিরে যান রিজা হেনড্রিকস। পরের ওভারে রাসি ফন ডের ডুসেনকে লেগ বিফোর ফাঁদে ফেরান মেহেদি হাসান মিরাজ।
তবে অধিনায়ক মার্করামের প্রাথমিক ধাক্কা খেয়ে এগিয়ে যাচ্ছেন ডি কক। তিনি একটি ফিফটি তুলেছেন এবং 59 রানে অপরাজিত আছেন
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক