ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী হয়েও বিশ্বজয় করেছেন যারা

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২০, ১০.১২ পূর্বাহ্ণ
  • ২০৯ বার পঠিত

অদম্য ইচ্ছা আর কঠিন অধ্যবসায় থাকলে প্রতিবন্ধীতাও কাউকে আটকে রাখতে পারে না। এমন উদাহরণ অনেক আছে পৃথিবীতে। এবার জেনে নিন প্রতিবন্ধী হয়েও বিশ্বজয় করেছেন যারা, তাদের সম্পর্কে।

  • রাতের বেলায় বৈদ্যুতিক বাতির আলোয় ঝলমল করছে মদিনা শরীফে অবস্থিত মসজিদে নববী।

  • মসজিদে নববীর সামিয়ানা মেলে দেয়া হয়েছে। নান্দনিক এই দৃশ্য দেখলে মুহূর্তেই মন জুড়িয়ে যায়।

    মসজিদে নববীর সামিয়ানা মেলে দেয়া হয়েছে। নান্দনিক এই দৃশ্য দেখলে মুহূর্তেই মন জুড়িয়ে যায়।

  • মসজিদে নববীর উপর থেকে তোলা ছবি।

    মসজিদে নববীর উপর থেকে তোলা ছবি।

  • অসীম আকাশের সঙ্গে মসজিদে নববীর সৌন্দর্য মিলেমিলে একাকার হয়ে গেছে।

    অসীম আকাশের সঙ্গে মসজিদে নববীর সৌন্দর্য মিলেমিলে একাকার হয়ে গেছে।

  • মসজিদে নববীর আঙ্গিনায় ফিলার, যেগুলোতে গুটিয়ে রয়েছে সামিয়ানা।

    মসজিদে নববীর আঙ্গিনায় ফিলার, যেগুলোতে গুটিয়ে রয়েছে সামিয়ানা।

  • মসজিদে নববীর আঙ্গিনায় সামিয়ানা।

    মসজিদে নববীর আঙ্গিনায় সামিয়ানা।

  • উপর থেকে মসজিদে নববীর দৃশ্য।

    উপর থেকে মসজিদে নববীর দৃশ্য।

 

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com