অদম্য ইচ্ছা আর কঠিন অধ্যবসায় থাকলে প্রতিবন্ধীতাও কাউকে আটকে রাখতে পারে না। এমন উদাহরণ অনেক আছে পৃথিবীতে। এবার জেনে নিন প্রতিবন্ধী হয়েও বিশ্বজয় করেছেন যারা, তাদের সম্পর্কে।
রাতের বেলায় বৈদ্যুতিক বাতির আলোয় ঝলমল করছে মদিনা শরীফে অবস্থিত মসজিদে নববী।
মসজিদে নববীর সামিয়ানা মেলে দেয়া হয়েছে। নান্দনিক এই দৃশ্য দেখলে মুহূর্তেই মন জুড়িয়ে যায়।
মসজিদে নববীর উপর থেকে তোলা ছবি।
অসীম আকাশের সঙ্গে মসজিদে নববীর সৌন্দর্য মিলেমিলে একাকার হয়ে গেছে।
মসজিদে নববীর আঙ্গিনায় ফিলার, যেগুলোতে গুটিয়ে রয়েছে সামিয়ানা।
মসজিদে নববীর আঙ্গিনায় সামিয়ানা।
উপর থেকে মসজিদে নববীর দৃশ্য।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক