এ আল মামুন, বিনোদন প্রতিবেদক: সম্প্রতি নির্মিত হলো গাজিপুরের উলুখোলায় জাকিরের বাড়ি শুটিং হাউজে কামরুজ্জামান পুতুলের রচনা ও
পরিচালনায় ‘ভোকাস লোক’। দু্ই জন নারী পাচারকারি কে নিয়ে একটি সামাজিক গল্পের নাম ভোকাস লোক। কৌশলে একটি চাকুরি নিয়ে গ্রামে যাবে আসিক।
বিভিন্ন ভাবে গ্রামের সহজ সরল মেয়েদের প্রেমের ফাদে ফালাবে দুই মামা ভাগিনা। পরিশেষে নিস্তার পাবেনা দুই জন এই নিয়ে গল্প। গল্পটি সংলাপ সাজিয়েছেন ফারুক আহমেদ রানা। প্রযোজনা করেছেন আওয়াজ স্টুডিও। সম্প্রীতি উলুখোলা জাকিরের হাউজে শুটিং শেষ করেছে পরিচালক কামরুজ্জামান পুতুল। এই জন সচেতনামুলক নাটকে অভিনয় করেছেন বাদল শিকদার, সোহাগ খান, করুনা বিশ্বাস, সুস্মিতা সুসমি, তামান্না সরকার, মিতু আহমেদ, জাদুকর সোহাগ এবং আর কে রাশেদ খান। নাটক টি এখন সম্পাদকের টেবিলে।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক