পাকিস্তানে গত কয়েকদিনে প্রচণ্ড তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৪-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৯৬জন।
পাকিস্তান জুড়েই তুষারপাত হলেও জম্মু-কাশ্মীর এবং বেলুচিস্তান সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত হয়েছে বলে জানিয়েছে, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, আজাদ জম্মু-কাশ্মীরে তুষার ধসে ৭৭ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। অন্যদিকে, বেলুচিস্তানে আহত হয়েছে ২৩ জন। এছাড়া, খাইবার-পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে মারা গেছে পাঁচজন।
তুষারপাতে সারাদেশে অন্তত ২৩৬টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। দুর্যোগে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।