ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে স্পেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮.৩৪ পূর্বাহ্ণ
  • ১২২ বার পঠিত

এই ম্যাচটি ছিল উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলা। যেখানে স্পেন ও নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ছিল নাটকীয়তায় পরিপূর্ণ, যেখানে ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে মোট তিনবার স্পেন এগিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিবারই নেদারল্যান্ডস সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে স্পেন জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।

ম্যাচের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিচে তুলে ধরা হলো:

  • স্পেনের খেলোয়াড় মিকেল ওইয়ারসাবাল দুটি গোল করেন এবং লামিনে ইয়ামাল একটি গোল করেন।
  • নেদারল্যান্ডসের খেলোয়াড় মেমফিস ডিপাই, ইয়ান মাটসেন এবং শাভি সিমন্স প্রত্যেকে একটি করে গোল করেন।
  • অষ্টম মিনিটে ওইয়ারসাবাল স্পট কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন।
  • ৫৪তম মিনিটে ডিপাই পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান।
  • ৬৭তম মিনিটে ওইয়ারসাবাল তার দ্বিতীয় গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন।
  • ৭৯তম মিনিটে মাটসেন গোল করে নেদারল্যান্ডসকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান।
  • অতিরিক্ত সময়ের ১০৩তম মিনিটে ইয়ামাল গোল করে স্পেনকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন।
  • ১০৯তম মিনিটে শাভি সিমন্স পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসকে তৃতীয়বারের মতো সমতায় ফেরান।
  • টাইব্রেকারে স্পেন ৫-৪ গোলে জয়লাভ করে।

এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য একটি স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com