রাজধানীর নিউমার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এ ছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে র্যাব ঢাকার ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল ও সাদা পোশাকে পাঁচটি দলও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এছাড়া ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচলক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
ভোরে লাগা এই আগুনের খবর পলাশী ফায়ার স্টেশন পায় ৫টা ৪০ মিনিটে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে সেখানে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট। তাদের সঙ্গে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক