নিউজিল্যান্ড সফরে হতশ্রী পারফরম্যান্স শেষ পর্যন্ত বজায় রাখল পাকিস্তান। টি-টোয়েন্টিতে একটি ম্যাচ জিতলেও ওয়ানডেতে তা আর হয়নি। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। এর ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের দল।
আজ শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে। যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৪ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যান ওপেনার ইমাম-উল-হক। এরপর আব্দুল্লাহ শফিক ও বাবর আজম মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তবে বেন সিয়ার্সের বলে শফিক (৩৩) আউট হলে ৬৮ রানের জুটি ভাঙে। এরপর মুহাম্মদ আব্বসের বলে উসমান খান ১২ রানে ফেরেন।
দলের একমাত্র হাফসেঞ্চুরিয়ান বাবর ফিফটির পরেই আউট হন। ড্যারিল মিচেলের আউট হওয়া এই তারকা ৫৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫০ করেন। এরপর সেভাবে আর কোনো ব্যাটরই দাঁড়াতে পারেননি। অধিনায়ক রিজওয়ান। ৩২ বলে ৩৭ ও তায়েব তাহির ৩১ বলে ৩৩ রান করেন।
কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট পান সিয়ার্স। ২টি উইকেট দখল করেন জ্যাকব ডাফি।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রায়েস মারিউ ও মিচেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরিতে ভর করে দলীয় আড়াশ রানের গণ্ডি পার করে নিউজিল্যান্ড। ওপেনার মারিউ ৬১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ করে সুফিয়ান মুকিমের বলে আউট হন। আর অধিনায়ক ব্রেসওয়েল ৪০ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৯ রান করেন। এছাড়া ড্যারিল মিচেল করেন ৪৩ রান।
পাকিস্তানের হয়ে আকিফ জাভেদ ৪টি উইকেট নেন। দুটি উইকেট পান নাসিম শাহ।
ম্যাচসেরা হয়েছেন ব্রেসওয়েল। আর সিরিজসেরা নির্বাচিত হন ১০ উইকেট পাওয়া বেন সিয়ার্স।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক