যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহীর থাকা সবাই নিহত হয়েছেন। জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি প্রায় ১৫ মিনিট ধরে ম্যানহাটনের আকাশে চক্কর দিচ্ছিল।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
হেলিকপ্টারটিতে তিনজন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া ৩টার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি ও নিউ জার্সির মধ্যবর্তী হাডসন নদীতে পড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি আংশিকভাবে পানিতে ডুবে আছে এবং জরুরি সেবার কর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে। এতে থাকা ছয়জন আরোহীর কেউই বেঁচে নেই।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন।