ঢাকা    ০৪ মে ২০২৫ ইং | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নাগরিকত্ব পরিবর্তন করে করে ধোনি কি যাবেন নিউজিল্যান্ডে?

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ৪.৫১ অপরাহ্ণ
  • ৩৮৭ বার পঠিত

দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের শিরোপায় চুমু দেয়ার অপেক্ষায় এমন দুটি দল যারা এর আগে কখনও তাতে চুমু দিতে পারেনি নিজেরে বলে।এবার এমনি দুটি দল গিয়েছে ফাইনালে।তাহলে নিঃসন্দেহে একটি দলের ৪৫ বছরে আক্ষেপ ঘুছবে।তবে এমন সময় বোমা ফাটালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।তিনি ভারতের দুই ফরম্যাটের বিশ্বকাপজয়ী দলনেতা মহেন্দ্র সিংহ ধোনিকে কিউই শিবিরে দেখতে চান।অর্থাৎ নিউজিল্যান্ডের হয়ে খেলুক ধোনি।

চলতি বিশ্বকাপে ইতিমধ্যে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ধোনির ভারত।এরপর বেশ সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।তবে বেশি কড়া কথা শুনতে হয়েছে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে।

বিশ্বকাপের সেমিফাইনালেও সেই সমালোচনার তীর ছুটে এসেছে ধোনির দিকে। যদিও দলের পক্ষে দামি ইনিংসটি তিনিই খেলেছেন। প্রয়োজনীয় অর্ধশত রান করে জয়ের কাছাকাছিও নিয়ে এসেছিলেন ভারতকে।

আর তার এই মূল্যবান ইনিংসের জন্য তাকে দারুণ সার্টিফিকেট দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই বয়সে ধোনিকে কি তিনি দলে নিতেন এই প্রশ্নের উত্তরে তিনি মজার সুরে বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলার বৈধতা তো ধোনির নেই।’

তারপর তিনি বলেন, ‘হ্যাঁ, এই পর্যায়ের অভিজ্ঞতার গুরুত্ব এই ধরনের খেলায় অপরিসীম। এবং আজ ও কাল তো বটেই পুরো প্রতিযোগিতাতেই ওর অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ।’

নিউজিল্যান্ডের অধিনায়ক আরো বলেন, ‘ও একজন বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু ও কি নিজের নাগরিকত্ব ছাড়তে চাইবে? সুযোগ পেলে আমরা ওকে দলে নেব।’

এখন প্রশ্ন হলো কিউই দলনেতা যেহেতু বলেছেন।তাহলে ধোনি কি নাগরিকত্ব পরিবর্তন করে নিউজিল্যান্ডে যাবেন? অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলেননি ধোনি।

বার্তাবাজার/এএস

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com