ভ্রাম্যমান প্রতিনিধি\
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত বীরতারায় ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে মোহাম্মদ আলী কিসলু’র ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। এব্যাপারে ত্যাগী আওয়ামীলীগ নেতারা উপজেলা আওয়ামীলীগ বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ও বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক ফজলুল হক জানান, তৃণমুল আওয়ামীলীগ কে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা থাকলেও তার ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে আমাদের এই বীরতারা ইউনিয়নে। অন্যান্য ইউনিয়নে নিয়মাতান্ত্রিকভাবে উন্মুক্ত স্থানে তৃণমুল আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের উপস্থিতিতে কাউন্সিলের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। কিন্তু আমাদের বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী মোহাম্মদ আলী কিসলু নানা অনিয়মের মধ্যে দিয়ে বিএনপি জামায়াতের লোকদের কে ভোটার করে কাউন্সিল করার প্রস্তুতি গ্রহন করেছে। লিখিত অভিযোগে আরো বলা হয়েছে,মোহাম্মদ আলী কিসলু একজন বিএনপি ঘারনার লোক। বিগত বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তাুকদারের সময়ে তিনি বিএনপির পক্ষে মোহাম্মদ আলী কিসলুর নেতৃত্বে আওয়ামমীলীগের অফিস ও মুক্তিযোদ্ধা অফিসে আগুনে জ¦ালিয়ে দেয়। পরবর্তীকালে দালাল সুবিধা আদায় ও নিজের স্বার্থ চরিতার্থ লক্ষ্যে ঝোপ বুঝে কোপ মেরে আওয়ামীলীগে নামমাত্র যোগদান করেন।
কিন্তু আজ যখন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি করা হচ্ছে।সেখানেও তিনি বিএনপি জামায়াত সংশ্লিষ্ট লোকদের কে কমিটিতে স্থান দিয়ে তৃণমূল আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের কে বঞ্চিত করে গোপনে কমিটি করার পায়তারা করছে। এর বিরুদ্ধে তৃণমূল আওয়ামীলীগের কয়েক ’শ নেতা ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ বরাবর মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করেন।
মোহাম্মদ আলী কিসলু’র এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তার আপন ছোটভাই ধনবাড়ী উপজেলা আওয়ামীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মন্টু সহ শীর্ষ নেতা কর্মীরা । মোহাম্মদ আলী কিসলু’র এই সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সুষ্ঠ বিচার দাবী করে আওয়ামীলীগের মিটিং বর্জন করেন।
এপ্রসঙ্গে বীরতারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, টুঙ্গিপাড়া খ্যাত ঐতিবাহী বীরতারা ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল বিষাদময় হতে পারে না। আওয়ামীলীগ যেহেতু কারো পকেটের সম্পত্তি নয় সেহেতু আমি চাই সবার দাবী স্বচ্ছতা ও জবাবদাহিতার মধ্যেদিয়ে তৃণমূল আওয়ামীলীগের ভোটার নির্বাচিত করে উন্মুক্ত আনন্দঘন পরিবেশে কাউন্সিলের প্রস্তুতি গ্রহন করা হোক।
এঘটনায় বীরতারা ইউনিয়ন বাসী জানান, আমরা শেখ হাসিনা পরিক্ষিত আওয়ামীলীগের কর্মীদের কে নিয়ে তৃণমূল আওয়ামীলীগের কমিটি দেখতে চান। তাই কমিটিতে বিএনপি ও সুবিধা বাদী লোক ঢুকানোর চেষ্ঠা করছে তাদের সঠিক বিচার দাবী করেছেন। তা না হলে যে কোন সময় এ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
টাঙ্গাইল।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক