টাংগাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধ, মোকাবিলা ও সাহায্যের জন্য কমিটি গঠন করা হয়েছে।
বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শফি উদ্যোগী হয়ে ইউনিয়নের সচেতন ও বিত্তবান মানুষদের সাথে নিয়ে করোনাভাইরাস কারনে দূর্যোগ কাটিয়ে উঠতে এ ব্যবস্থা নিয়েছেন।
বাবু প্রফুল্ল চন্দ্র বসাক(সত্য বাবু) কে প্রধান করে উপ কমিটি গঠন করা হয়। এছাড়া সাবেক ছাত্রনেতা মেহেরুল হাসান সোহেল সার্বিক তত্ত্বাবধায়নে কাজ করছে।
জানা যায়, ইতিমধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি কতৃক অনুদানের পরিমাণ প্রায় ২ লাখ টাকা নগদ, ২০০ কেজি পেয়াজ, ৬০০ কেজি চাউল।
বীরতারা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে এ অনুদান গ্রহন করেন।
চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, অনুদান গ্রহণ অব্যাহত রয়েছে যে কেউ চাইলে বিশেষ করে বীরতারা ইউনিয়নের কৃতি সন্তান ও প্রতিষ্ঠান সহযোগীতা করতে পারবেন। এছাড়া ইতিমধ্যে যারা অনুদান দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি,
বাড়িতে অবস্থান করার কারণে যদি কেউ অনাহারে কিম্বা অর্ধহারে থাকে তাহলে তাদের চাউল ও অনান্য আনুষঙ্গিক সবকিছুর ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক