ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস
গতকাল সোমবার পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল
সূর্যোদয়ের সাথে-সাথে ৩১ বার তোপধ্বনি, শহিদ মিনারে পূস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, ডিসপ্লে,
আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে ধনবাড়ী উপজেলা
নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ
ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা হযরত আলী প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,
রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠন,
বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক