ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চর ভাতকুড়া ও নিজবর্নি গ্রামের যৌথ উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা নিজবর্নি গ্রামে গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যাওয়া এ বিশাল ঘোড় দৌড় দেখতে উপলেজার বিভিন্ন এলাকার হাজার-হাজার নারী-পুরুষ ও শিশু এবং বয়োবৃদ্ধরা এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড় দৌড় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী পৌর সভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. জহুরুল হক বকল (হেলাল), বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা আফসার আলী, মো. সুরুজ্জামান বকল, ওয়ারেজ আলী, ফরিদ মিয়া, হাদেছ আলী মন্ডল প্রমূখ।
শেষে ঘোড় দৌড় প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করেন অতিথিবৃন্দ। মো. জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত খেলাটি পরিচালনা করেন ঘোড় দৌড় উৎযাপন কমিটির আহবায়ক সাংবাদিক রজমান আলী।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক