ঢাকা    ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং | ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা সিটি নির্বাচনে নিয়োজিত থাকবে লক্ষাধিক ব্যক্তি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০, ৯.৫০ পূর্বাহ্ণ
  • ৩৯৯ বার পঠিত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের জন্য ৫০ হাজার কর্মকর্তা থাকবেন। এছাড়া আইন-শৃঙ্খলায় নিয়োজিত থাকবে আরও ৫০ হাজার সদস্য। ঢাকার দুই সিটির নির্বাচনকে সামনে রেখে ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন’ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকার দুই সিটিতে মোট প্রিসাইডিং অফিসার থাকবেন ২ হাজার ৪৬৮ জন, সহকারী প্রিসাইডিং থাকবেন ১৪ হাজার ৪৩৪ জন, পোলিং অফিসার থাকবেন ২৮ হাজার ৮৬৮ জন। এছাড়া কারিগরি সহায়তায় ৪ হাজার ৯৩৬ জন (সেনা বাহিনী) নিয়োজিত থাকবে। সব মিলে ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন ৫০ হাজার ৭০৬ জন।

এছাড়া নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের মোবাইল টিমে ১২৯০ জন, পুলিশ স্ট্রাইকিং ৪৩০ জন, পুলিশ রিজার্ভ ৫২০ জন, র্যাব ১৪৩০ জন, বিজিবি ২২৫০ এবং ৪১ হাজার ৯৫৬ জন ভোটকেন্দ্রে ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। নৌপুলিশ সদস্যও নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

ভোটের দুইদিন আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত তিন দিন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে।

এইচএস/আরএস/জেআইএম

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com