টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহর। তবু জীবনের থেমে থাকার জো নেই। অফিস, স্কুল-কলেজ, নিত্য বাজার সবই চলছে পানি ঠেলে। জলাবদ্ধতায় থেমে নেই বিয়ের অনুষ্ঠানও।আর এ নিয়ে উৎসুক জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার (৭ জুলাই) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানায় হয়ে গেল ‘জলে ভাসা বিয়ে’।
জানা গেছে, চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ মুন্সিপাড়া এলাকায় মুনমুন কমিউনিটি সেন্টারে এ বিয়ের আয়োজন হয়। সেখানে পানিতে তলিয়ে যায় বিয়ের মঞ্চসহ আশপাশ। তবে এর মধ্যেই সব কাজ সম্পন্ন হয়।
বিয়ের আয়োজকরা বলেন, বিয়ের মতো অনুষ্ঠান চাইলেও পেছান যায় না। এদিকে জলাবদ্ধতার ওপর আমাদের হাত নেই।
তারা জানান, বরকে কোলে করে বিয়ের মঞ্চে নিয়ে আসতে হয়েছে।
এমন বিড়ম্বনায় যেন নগরবাসীকে পড়তে না হয় সে প্রত্যাশা করেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক