ঢাকার আশুলিয়া-মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা হতে প্রায় ২০ ফিট নিচে খাদে পড়ে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, ট্রাকচালক মোজাম্মেল (৩৫) ও হেলপার মিজানুর রহমান (২৪)।
শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে আনোয়ার সিমেন্টের ওই ট্রাকটি ঢাকা যাওয়ার পথে পঞ্চবটি এলাকায় খাদে পড়ে গাছে আটকে যায়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম নিয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই, আনোয়ার সিমেন্টের ট্রাকের কেবিনে ড্রাইভার এবং হেলপার আটকা আছেন। ট্রাকটি বিপদজনক অবস্থায় ছিল। তাই ফাইটারগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে ট্রাকের কেবিনে থাকা ড্রাইভার এবং হেলপারকে জীবিত উদ্ধার করেন। পরে তাদেরকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক