ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কলকাতায় খেলবেন তাসকিন!

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৮.৪৭ পূর্বাহ্ণ
  • ১৭০ বার পঠিত

সর্বশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতে গুঞ্জন ছিল, তাসকিন আহমেদকে দলে ভেড়াতে চায় মুলতান সুলতান। পরে অবশ্য এই পেসার নিজেই জানিয়েছিলেন, তাকে অফার দিলেও তিনি জাতীয় দলের কথা ভেবে পিএসএলে খেলেননি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হওয়ার আগে ইনজুরিতে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কিউই পেসার লকি ফার্গুসন। ধারনা করা হচ্ছে টুর্নামেন্ট মিস করবেন তিনি। এমন অবস্থায় ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, ফার্গুসনের পরিবর্তে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে দলে নিতে পারে কলকাতা।

চোটের কারণে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। এই কিউইর বদলি হিসেবেই মূলত একজন বিদেশি পেসারকে দলে নেওয়ার কথা ভাবছে ফ্যাঞ্চাইজিটি। ওপার বাংলার দলটির এই তালিকায় প্রথম পছন্দের নাম তাসকিন, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যমগুলো।

আইপিএলে গত বছরই ডাক পেয়েছিলেন তাসকিন। কিন্তু সেবার তাকে ছাড়পত্র (এনওসি) দেয়নি বিসিবি। এবারও দল পেলে তাকে এনওসি দেবে কি না দেশের ক্রিকেট বোর্ড, এটা একটা বড় প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত তাসকিন বা কলকাতার পক্ষ থেকে আইপিএলে খেলা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

এবার ৫০ লাখ ভিত্তি মূল্যে নিলামে নাম ছিল তাসকিনের। কিন্তু নিলামে এই দামে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এই পেসারের সাম্প্রতিক ফর্ম ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার অন্যতম কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com