ঢাকা    ১৫ জুলাই ২০২৫ ইং | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বাজিমাত, ইংল্যান্ড কাত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০১৯, ৪.২৯ পূর্বাহ্ণ
  • ৬৯৮ বার পঠিত

বিশ্বকাপের মাঝে দারুণ সুখবর পেল বাংলাদেশ।ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র প্রকাশিত নতুন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাজিমাত করেছে বাংলাদেশ।বর্তমানে বাংলাদেশের অবস্থাস সাত নম্বরে।অন্যদিকে ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ভারত।

বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। সমান রেটিং পয়েন্ট নিয়েও আটে আছে শ্রীলঙ্কা। কারণ তাদের ম্যাচ সংখ্যা আর পয়েন্ট উইন্ডিজের চেয়ে বেশি।

শীর্ষ ১০ দলের তালিকায় আগের মতোই তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে ওঠে এসেছে অস্ট্রেলিয়া। আর আগের মতোই ছয়ে আছে পাকিস্তান। দশে থাকা আফগানিস্তানেরও অবস্থানের নড়চড় হয়নি। তবে ২ রেটিং পয়েন্ট কমেছে।

গত ১৪ জুন প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল আটে। রেটিং পয়েন্ট ছিল ৮৫। বিশ্বকাপ শুরুর পর ওই সময়ের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছিল, হেরেছিল ১টিতে আর ১টি হয়েছিল ড্র। তবে এরপর ২৫ জুনের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে। ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ।

টুইটারঅন্যদিকে এর আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংলিশদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২-এ (কমেছে ২ পয়েন্ট)। আর ভারতের রেটিং পয়েন্ট ১২৩। অর্থাৎ মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান নিয়ে ইংলিশদের শীর্ষস্থান এখন ভারতের দখলে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com