বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো কলকাতার দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসুর ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম। প্রথমে গুঞ্জন মনে হলেও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সত্যি সত্যিই কলকাতার ছবিতে অভিনয় করতে চলেছেন মোশাররফ! সেইসঙ্গে একই ছবিতে রয়েছেন কলকাতার আরো তিন শীর্ষ তারকা!
মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জী, নুসরাত জাহান ও আবীরকে। ছবিতে মোশাররফের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসুকে।
প্রায় নয় বছর পর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনেই তৈরি হবে ছবিটি। ছবির নাম ‘ডিকশনারি’।
গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। পরবর্তীতে পরমব্রতর সঙ্গে সম্পর্ক তৈরি হবে নুসরাতের। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে। এদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হবে।
দেখা যাক শেষ পর্যন্ত দুই দেশের তারকাদের নিয়ে কবে থেকে শুরু হয় রাস্তা, তিস্তা ও তারার মতো চলচ্চিত্র পরিচালকের যাত্রা। -ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক