ঢাকা    ২৫ এপ্রিল ২০২৫ ইং | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদের দিনে স্বাস্থ্যসম্মত খাবার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯.১০ পূর্বাহ্ণ
  • ৩৫০ বার পঠিত

রমজান শেষ হয়ে দরজায় করা নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই দিনে প্রায় প্রতিটি মুসলিমদের ঘরে ঘরে থাকে নানা রকম মজাদার খাবারের আয়োজন। কিন্তু সারা মাস রোজা থাকার পরে হঠাৎ ঈদের দিন অনেক রকম মুখরোচক খাবার আমাদের পেট সহ্য না-ও করতে পারে। তাই ঈদের দিনটিতেও খেতে হবে একটু রয়েসয়ে। ঈদের আয়োজনে রাখতে পারেন স্বাস্থ্যকর এই খাবারগুলো-

  • আপেল- ১টি
  • কিউবড পাইনাপেল- আধা কাপ
  • ব্লুবেরি- ১/২ কাপ
  • দুধ- ১ কাপ
  • মধু বা চিনি- স্বাদ অনুসারে
  • সব উপকরণ মিক্সারে ঢেলে স্মুথি তৈরি করুন। এটি খুবই স্বাস্থ্যকর খাবার।
    • ডিম- ২টি
    • পালং শাক -১ কাপ
    • টমেটো কিউব- ১/২ কাপ
    • কাটা পেঁয়াজ- ১/৪ কাপ
    • লাল মরিচ কিউব- ১/৪ কাপ
    • লবণ ও গোলমরিচ- স্বাদ অনুসারে
    • তেল বা মাখন- পরিমাণমতো।
    • একটি প্যানে তেল বা মাখনর দিয়ে সব সবজি হালকা ভেজে নিন। ডিম ফেটিয়ে দিন এবং সবজির উপর ঢেলে দিন। স্যালাড ওমেলেট তৈরি।

    ভেজিটেবল চাওমিন

    • চাওমিন- ২ কাপ
    • লাল বেল পেপার কাটা- ১ কাপ
    • গাজর কাটা- ১ কাপ
    • কলমি শাক- ১ কাপ
    • পেঁয়াজ কাটা- ১/২ কাপ
    • গারলিক মিন্ট পেস্ট- ১ চা চামচ
    • সয়াসস সস- ২ চা চামচ
    • লবণ ও গোলমরিচ- স্বাদ অনুসারে
    • তেল- ২ টেবিল চামচ।

    চাওমিন সেদ্ধ করে নিন। একটি প্যানে তেল গরম করে সব সবজি লবণ ও গোলমরিচ দিয়ে ভাজুন। সবজির উপর চাওমিন দিয়ে ঢেকে ঢেকে ২-৩ মিনিট রাখুন। সস দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2023, bd7news.com