ফুটবলের দুই পরাশক্তি বলা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলকে। দুদলের মুখোমুখি লড়াই মানেই এক নান্দনিক দ্বৈরথ। এ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আর্জেন্টিনা।
চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশি দুটি দেশের ফুটবল লড়াই দেখতে বিশ্বজুড়ে অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমীরা। সকলের জন্যই আনন্দের সংবাদ, দ্রুতই মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দেশ দুটি।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকায়। দারুণ লড়াই হওয়া ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। এ ম্যাচে ব্রাজিলের কাছে হারের পর আর্জেন্টাইন সুপারস্টার ও দলটির অধিনায়ক মেসি বেশ কিছু অভিযোগ করেছিলেন।
এবার ফের মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল জায়ান্ট। অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে প্রীতি ম্যাচে।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা একে অন্যের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের মাটিতে।
ম্যাচে খেলতে পারেন মেসি-নেইমারও। দু’দলের আরেকটি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক