টাঙ্গাইল: (ধনবাড়ী প্রতিনিধি)
আদর্শ কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ বাজিতপুর, ধনবাড়ী, টাঙ্গাইল। করোনা ভাইরাসের কারণে সাময়িক ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অদ্য ২৩-০৫-২০২০ তারিখ রোজ শনিবার, সকাল ১১ ঘটিকায় বীরতারা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের, বাজিতপুর, ধনবাড়ী, টাঙ্গাইলে সম্পন্ন হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হারুনার রশিদ হীরা, বীরতারা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সামাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য তেজগাঁও কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ মেহেরুল হাসান সোহেল , দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজিম উদ্দিন, বীরতারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আরও উপস্থিত ছিলেন সুপারটেন এসোসিয়েশনের সকল সদস্য সুপারটেন সমাজকল্যাণ যুব উন্নয়ন সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, সুপারটেন পাবলিক লাইব্রেবীর সভাপতি, সাধারণ সম্পাদক, ০৬ নং ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বাজিতপুর আদর্শ কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, সুধীজন,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান সমিতির কার্যক্রম বেগবান করার জন্য সকল ধরনের সহাযোগিতার আশ্বাস প্রদান করেন। সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ২০০ জন দুঃস্থ ও কর্মহীনদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক